শিক্ষক নিয়োগ নিয়ে বিতর্ক কিছুতেই পিছু ছাড়ছে না কমিশনের। এবার আদালতে মুখ পুড়ল কমিশনের (এসএসসি)। প্যানেলে নাম নেই এমন প্রার্থীরাও শিক্ষক পদে চাকরি পেয়েছেন বলে অভিযোগ। বৃহস্পতিবার এসএসসির বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ জানিয়ে মামলা দারের হয়েছে। ফিজিক্যাল সায়েন্সে এমন চারজন ভুয়ো শিক্ষক নিয়োগ হয়েছে। এই আবেদনের ভিত্তিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এব্যাপারে এসএসসি-র বক্তব্য জানা দরকার।
আদালতের সময় অনুযায়ী সকালের দিকে এই মামলাটি শুনানির জন্য উঠেছিল।
আইনজীবীর এই বক্তব্য শুনে বিচারপতি মন্তব্য করেন, এসএসসি এসব কী করছে? মনে রাখতে হবে, আইনের ঊর্ধ্বে কেউ নন। সমস্ত নিয়োগের জন্য নির্দিষ্ট কিছু নিয়ম বিধি আছে। এসএসসি এসব কিছু মানছেই না। এই মামলার পরবর্তী শুনানি ২৮ ফেব্রুয়ারি।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন