আনিস কাণ্ডে নয়া মোড়। সিটের তদন্তে অখুশি হলে, সুপ্রিম কোর্ট পর্যন্ত যাওয়ার ইঙ্গিত দিয়ে রাখলেন আনিসের দাদা সাবির খান। দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য শনিবার ভোর রাতে আমতায় গিয়েছিল পুলিশ। গিয়েছিলেন আমতার এসডিপিও ও আমতার দু নম্বর ব্লকের বিডিও। কিন্তু গ্রামবাসীরা তাঁদের দেহ তুলতে না দিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন।
এই ঘটনায় পাল্টা সরব হয়েছে পুলিশ। রাজ্য পুলিসের তরফে এক টুইট করে বলা হয়েছে, হাইকোর্টের নির্দেশে আজ সকালে ম্যাজিস্ট্রেটকে নিয়ে সিট-এর সদস্যরা আনিস খানের মৃতদেহ কবর থেকে তুলতে গিয়েছিলেন। উদ্দেশ্য দ্বিতীয়বার দেহ ময়না তদন্ত করা। কিন্তু প্রবল বিক্ষোভের সঙ্গে পুলিশকে সেই কাজ করতে বাধা দেওয়া হয়েছে। এই ঘটনা সম্মানীয় হাইকোর্টের নির্দেশের অবমাননা। ছাত্রনেতা আনিস খানের দেহ দ্বিতীয়বার ময়না তদন্ত করতে চায় স্পেশাল ইনভেস্টিগেশন টিম। তাতে সিলমোহর দিয়েছে হাইকোর্ট। সেই উদ্দেশ্যেই শনিবার ভোরবেলা আমতায় আনিস খানের মৃতদেহ তুলে আনতে যায় সিট-এর সদস্যরা।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন