ছাত্রনেতা আনিস খান খুনের প্রতিবাদে আজ বামেদের অভিযান ঘিরে ধুন্ধুমার বাঁধল রাসবিহারী মোড়ে ও আমতা থানায়। আনিসকাণ্ডে ভবানী ভবন অভিযানের ডাক দিয়েছিল SFI ও DYFI। সেই অভিযানে রাসবিহারী মোড়ে ব্যাপক ধরপাকড় চালায় রাজ্য পুলিশ। আন্দোলনের তীব্রতা কমাতে সৃজন ভট্টাচার্য, দীপ্সিতা ধরদের আটক করে পুলিশ। চ্যাংদোলা করে ভ্যানে তুলতে দেখা যায় যুব বাম নেতা সৃজন ভট্টাচার্যকে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন