ফের খোলা বাজার থেকে ঋণ নিতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। আগামী সোমবারই পশ্চিমবঙ্গ সরকার ওই ঋণ নিতে চলেছে বলে জানা গিয়েছে। ঋণের পরিমাণ হতে চলেছে ৩ হাজার কোটি টাকা। তবে পশ্চিমবঙ্গ ছাড়া আরও ১২ টি রাজ্য ওই দিন বাজার থেকে ঋণ নিতে চলেছে বলে আরবিআই জানিয়েছে। মোট ঋণের পরিমাণ হতে চলেছে ২২ হাজার ২০৩ কোটি টাকা। রাজ্যওয়াড়ি প্রকাশিত তালিকায় প্রথমেই থাকছে পশ্চিমবঙ্গের নাম। কারণ, এবার সবচেয়ে বেশি ঋণ মমতার সরকারই নিচ্ছে। যদিও এই প্রথম নয়, এর আগেও একাধিকবার বাজার থেকে ঋণ নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন