আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে ৪২,০০০ শিক্ষককে নিয়োগপত্র দেবে বিহার সরকার। তাঁদের পঞ্চায়েত এবং পুরসভার মাধ্যমে নিয়োগ করা হয়েছে। বেতন পাওয়ার জন্য ওই শিক্ষকদের বাধ্যতামূলকভাবে নথি যাচাই করা হবে।
এই প্রসঙ্গে বিহারের শিক্ষামন্ত্রী বিজয়কুমার চৌধুরী জানান, বোর্ড পরীক্ষা, অন্য রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠান থেকে শংসাপত্র এবং করোনাভাইরাস সংক্রান্ত বিষয়-সহ বিভিন্ন কারণে যে প্রার্থীদের নথি যাচাইয়ের প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি, তাঁরা হলফনামা জমা দিলে নিয়োগ সংস্থার তরফে নিয়োগপত্রের বণ্টন করা হবে। এর পাশাপাশি তিনি আরও বলেন, 'যে প্রার্থীর নথি যাচাই করা হয়ে গিয়েছে, তাঁদের অবিলম্বে বেতন শুরু হবে। যে প্রার্থীদের নথি যাচাই এখনও হয়নি, তাঁদের নিয়োগপত্র দেওয়া হবে। তবে নথি যাচাই শেষ হলে তবেই বেতন দেওয়া শুরু হবে।' মন্ত্রীর দাবি, কেন্দ্রীয় টিচার এলিজিবিটি টেস্ট (সিটেট) বা বিহার এলিমেন্টারি এলিজিবিটি টেস্ট (বিইটেট) উত্তীর্ণ ৯৫ শতাংশ প্রার্থীর নথি যাচাই হয়ে গিয়েছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন