সোমবার বিজ্ঞপ্তি জারি করে CISCE বোর্ড। সেখানে বলা হয়েছে, আগামী এপ্রিল মাসের শেষ সপ্তাহেই শুরু হতে চলেছে CISCE বোর্ডের দ্বিতীয় সেমেস্টারের পরীক্ষা। বোর্ডের স্কুলগুলির প্রিন্সিপ্যালদের লেখা এই চিঠিতে বোর্ডের চিফ এগজিকিউটিভ ও সেক্রেটারি গেরি অ্যারাথুন জানিয়েছেন যে খুব শীঘ্রই এই পরীক্ষার সময়সূচী প্রকাশ করা হবে বোর্ডের তরফে। এছাড়াও, পরীক্ষার সিলেবাস শেষ না হওয়া পর্যন্ত ICSE ও ISC-র প্রি-বোর্ডের পরীক্ষা নিতে বারণ করা হয়েছে স্কুলগুলিকে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন