দীর্ঘ লড়াই-এর শেষ হল এদিন। প্রয়াত 'গীতশ্রী' সন্ধ্যা মুখোপাধ্যায়। ট্যুইট করে জানালেন তৃণমূল সাংসদ শান্তনু সেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। বাংলা গান আর শাস্ত্রীয় সঙ্গীতের এক সোনালি আকাশে সন্ধ্যা ঘনাল। নিভল আলো। চলে গেলেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়।
অসুস্থ হয়ে পড়ায় গত ২৭ জানুয়ারি তাঁকে প্রথমে এসএসকেএম হাসপাতালে ভর্তি করানো হয়। পরে তাঁকে স্থানান্তরিত করা হয় কলকাতার এক বেসরকারি হাসপাতালে। করোনায় আক্রান্ত হয়েছিলেন বর্ষীয়ান এই সঙ্গীত শিল্পী।
গানের সঙ্গেই কেটে গেল তাঁর গোটা জীবন। তাঁর গান যেন সন্ধ্যার মেঘমালা হয়েই চিরদিনের জন্য রয়ে গেল বাঙালির হৃদয়ে। গানে গানেই তো তিনি শুনিয়েছিলেন ..'জানি না ফুরাবে কবে এই পথ চাওয়া।' সুরের রাজপথে সন্ধ্যা মুখোপাধ্যায় চিরকালের সাম্র্যাজ্ঞী। তাঁর গান অক্ষয়, অবিনশ্বর।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন