উচ্চ মাধ্যমিক নিয়ে ফের বিভ্রাট। উচ্চ মাধ্যমিক পরীক্ষার মধ্যেই নির্বাচন। ফলে পরীক্ষার সূচি নিয়ে তৈরি হয়েছে আবারও ধোঁয়াশা। ১২ তারিখ নির্বাচন। এদিকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা রয়েছে ১১ ও ১৩ তারিখ। তাই ধন্দে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। কয়েক দিন আগেই রুটিন পরিবর্তন করে সংশোধিত দিন ঘোষণা করেছে শিক্ষা সংসদ। ফের এইরকম ঘটনা ঘটায় চিন্তায় পড়েছে শিক্ষা সংসদ।
প্রসঙ্গত, আগামী ২ এপ্রিল থেকে শুরু হতে চলেছে রাজ্যের এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। দীর্ঘ দুই বছর পর ফের একবার খাতায় কলমে এই পরীক্ষা গ্রহণ করা হবে। সেই পরীক্ষার সংক্রান্ত বেশ কিছু নির্দেশিকা ইতিমধ্যেই জারি করা হয়েছে।
শনিবার এই মর্মে একটি নতুন নির্দেশিকা জারি করা হয়েছে সংসদের তরফে। রাজ্যের সব উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলির প্রধানদের পাঠানো এই নির্দেশিকায় বলা হয়েছে যে উচ্চমাধ্যমিক বা একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা চলাকালীন শিক্ষা প্রতিষ্ঠানের বাকি সব ক্লাস বন্ধ রাখা হবে। যে সকল স্কুলগুলিতে একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা ও দ্বাদশ শ্রেণির উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলবে, সেই সব স্কুলেই বন্ধ রাখা হবে বাকি সব ক্লাসের পড়াশোনা।
২ এপ্রিল থেকে শুরু হলেও, এই পরীক্ষা সময়সূচীতে বেশ কিছু বদল আনা হয়েছে সংসদের তরফে। সর্বভারতীয় ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা পরীক্ষা JEE Mains ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার বেশ কিছু বিষয়ের পরীক্ষা একই দিনে পড়ে যাওয়ায় পরীক্ষার দিনক্ষণে বদল আনা হয়েছে। নতুন দিনক্ষণ ঘোষণার ফলে পরীক্ষা শেষ হতে আরও ছয়দিন সময় লাগবে বলেই জানানো হয়েছে সংসদের তরফে। আগামী ২০ এপ্রিল এই পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও, এখন পরীক্ষা শেষ হবে আগামী ২৬ এপ্রিল।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন