পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনে বড় ধাক্কা। আর এর পরেই রবিবার কংগ্রেসের কর্মসমিতির বৈঠকে পদত্যাগ করতে চেয়েছিলেন দলের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সনিয়া গান্ধীদ। এর পাশাপাশি, তাঁর পুত্র ও কন্যা যথাক্রমে রাহুল গান্ধি ও প্রিয়াঙ্কা গান্ধীও তাঁদের দলীয় পদ থেকে ইস্তফা দিতে চেয়েছিলেন। তবে সর্বসম্মতভাবে তাঁদের সেই প্রস্তাব খারিজ করে দিয়েছে সিডব্লিউসি।
সংবাদসংস্থা এএনআই-কে তিনি বলেন, "কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধী বলেছিলেন যে, তিনি ও তাঁর পরিবারের সদস্য রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা সব দলীয় পদ ত্যাগ করার জন্য প্রস্তুত আছেন। তবে আমরা সবাই সেই প্রস্তাব খারিজ করে দিই।" পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনে কংগ্রেসের যে ফল হয়েছে, তা নিঃসন্দেহে গভীর উদ্বেগের বলে উল্লেখ করেছে কংগ্রেস ওয়ার্কিং কমিটি। প্রায় সাড়ে পাঁচ ঘণ্টার বৈঠকের পর দলের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল বলেন, "সিডব্লিউসি সর্বসম্মত ভাবে সোনিয়া গান্ধীর নেতৃত্বের উপর ফের আস্থা রেখেছে এবং তাঁকেই সামনে থেকে নেতৃত্ব দেওয়ার জন্য অনুরোধ করেছে। এ ছাড়াও সাংগঠনিক দুর্বলতাগুলি খুঁজে বের করা, দলে কী কী বদল প্রয়োজন তা নিয়েও আলোচনা করেছে সিডব্লিউসি।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন