উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। হোম সেন্টারে পরীক্ষা হওয়ার জন্য প্রতিটি স্কুলকে বিশেষ নির্দেশ পাঠাচ্ছে সংসদ। উচ্চমাধ্যমিকের যে বিষয়ের পরীক্ষা যেদিন হবে ওইদিন সেই বিষয়ের সঙ্গে যুক্ত কোন শিক্ষক-শিক্ষিকা নজরদারির দায়িত্বে থাকতে পারবেন না।
ইতিমধ্যে বিভিন্ন জেলায় বৈঠক করে করে তা জানিয়ে দেওয়া হয়েছে। মূলত পরীক্ষা যাতে স্বচ্ছভাবে পরিচালিত হয় তার জন্যই এই সিদ্ধান্ত উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের। এ প্রসঙ্গে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, "হোম সেন্টারে পরীক্ষা নেওয়া হচ্ছে। পরীক্ষা যাতে সঠিকভাবে পরিচালিত হয় তার জন্যই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। ইতিমধ্যেই এই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন