দীর্ঘ সময় ধরে রাজ্যে আটকে আছে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া। যেসব হবু শিক্ষক বি.এড, ডি.এড বা ডি.এল.এডের মত শিক্ষকতার প্রশিক্ষণ নিয়েছেন তাঁরা নিজেদের ভবিষ্যৎ নিয়ে বেশ চিন্তিত। অনেকে বিভিন্ন বেসরকারি স্কুলে শিক্ষকতার কাজ করলেও সেখানে তাদের যে বেতন দেওয়া হয়, বর্তমান সময়ে তা যথেষ্ট নয়। যাঁরা শিক্ষকতার মত মহৎ কাজকে পেশা হিসেবে বেছে নিতে চান তাদের জন্য বড়সড় সুযোগ নিয়ে এল পশ্চিম মেদিনীপুরের বিদ্যাসাগর শিশু নিকেতন।
উপরোক্ত পদগুলিতে অনলাইনে আবেদন করা যাবে না। অফলাইন মাধ্যমেই আবেদন করতে হবে। বায়োডাটা ও যাবতীয় নথিপত্র একটি খামে ভরে স্কুলের অধ্যক্ষের উদ্দেশে এই ঠিকানায় পাঠাতে হবে। দরখাস্ত অবশ্যই ২২ মার্চের মধ্যে পৌঁছতে হবে। আবেদনের ঠিকানা: Principal Vidyasagar Shishu Niketan, Rangamati, Vidyasagar University, Paschim Medinipur- 721102
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন