ঝালদার পর পানিহাটি। দুষ্কৃতির গুলিতে প্রাণ হারালেন আরও এক নবনির্বাচিত কাউন্সিলর। পানিহাটি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অনুপম দত্তকে রবিবার সন্ধেয় খুব কাছ থেকে গুলি করে পালায় একদল দুষ্কৃতী।
জানা গিয়েছে, পানিহাটি পুরসভার ৮ নম্বর ওয়ার্ড থেকে এবারের নির্বাচনে জিতে তৃণমূল কাউন্সিলর হন অনুপম দত্ত। রবিবার সন্ধ্যেয় তিনি পোষ্যর জন্য খাবার কিনতে বেরিয়েছিলেন। অভিযোগ, তখনই ৪ জন দুষ্কৃতী বাইকে করে আসে এবং দোকানের সামনেই পয়েন্ট ব্ল্যাঙ্করেঞ্জ থেকে গুলি চালায়। তিনটে গুলি চালানো হয়। এরপর এলাকা ছেড়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। সঙ্গে সঙ্গে সেখানে লুটিয়ে পড়েন অনুপম দত্ত। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তাঁকে সাগর দত্ত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁকে বেলঘড়িয়ার একটি বেসরকারি নার্সিংহোমে স্থানান্তরিত করা হয়। সেখানেই মারা যান অনুপম দত্ত।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন