আগামী ২ এপ্রিল থেকে শুরু হতে চলেছে রাজ্যের এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। দীর্ঘ দুই বছর পর ফের একবার খাতায় কলমে এই পরীক্ষা গ্রহণ করা হবে। সেই পরীক্ষার সংক্রান্ত বেশ কিছু নির্দেশিকা ইতিমধ্যেই জারি করা হয়েছে।
২ এপ্রিল থেকে শুরু হলেও, এই পরীক্ষা সময়সূচীতে বেশ কিছু বদল আনা হয়েছে সংসদের তরফে। সর্বভারতীয় ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা পরীক্ষা JEE Mains ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার বেশ কিছু বিষয়ের পরীক্ষা একই দিনে পড়ে যাওয়ায় পরীক্ষার দিনক্ষণে বদল আনা হয়েছে। নতুন দিনক্ষণ ঘোষণার ফলে পরীক্ষা শেষ হতে আরও ছয়দিন সময় লাগবে বলেই জানানো হয়েছে সংসদের তরফে। আগামী ২০ এপ্রিল এই পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও, এখন পরীক্ষা শেষ হবে আগামী ২৬ এপ্রিল।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন