অবশেষে মহম্মদ সেলিমকেই নতুন রাজ্য সম্পাদক হিসেবে বেছে নিল সিপিআইএম। এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল আলিমুদ্দিন। এই প্রথম সিপিআইএম রাজ্য সম্পাদক পদে কোনও সংখ্যালঘু সম্প্রদায়ের নেতা। সরে দাঁড়ালেন সূর্যকান্ত মিশ্র।
এর পাশাপাশি সিপিআইএম-এর রাজ্য কমিটি থেকে বাদ পড়লেন একাধিক প্রবীণ নেতা। বাদ গেলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সূর্যকান্ত মিশ্র। স্বেচ্ছাতেই রাজ্য কমিটি থেকে সরে গিয়েছেন বিমান বসু। বাদ পড়েছেন গৌতম দেব, রবীন দেব, বৃদ্ধতন্ত্রের অবসানে এমন সিদ্ধান্ত নিয়েছে দল। জানা গিয়েছে, নতুন রাজ্য কমিটি থেকে বাদ পড়তে চলেছেন মৃদুল দে, নেপালদেব ভট্টাচার্য, সুভাষ মুখোপাধ্যায়ও। রাজ্য কমিটিতে জায়গা পাচ্ছেন সুদীপ সেনগুপ্ত, তরুণ বন্দ্যোপাধ্যায়, আত্রেয়ী গুহও। রাজ্য কমিটিতে আসছেন সুশান্ত ঘোষ, পার্থ মুখোপাধ্যায়। যিনি এবার আসানসোল লোকসভা উপ নির্বাচনে প্রার্থী।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন