খড়দহে তৃণমূল কাউন্সিলর খুনের ঘটনার প্রায় ৬ ঘণ্টার মধ্যেই মূল অভিযুক্ত সন্দেহে গ্রেফতার একজন। রবিবার রাতের দিকে আগরপাড়া থেকে অমিত ওরফে শম্ভু পণ্ডিত নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেন বারাকপুর পুলিশ কমিশনারেটের তদন্তকারীরা। অমিত পেশায় ভাড়াটে খুনি বলে প্রাথমিকভাবে অনুমান। কাউন্সিলরকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয়েছে বলে জানা যায়। আজ ধৃত অমিত পণ্ডিতকে আজ বারাকপুর আদালতে পেশ করা হবে।
জানা গিয়েছে, পানিহাটি পুরসভার ৮ নম্বর ওয়ার্ড থেকে এবারের নির্বাচনে জিতে তৃণমূল কাউন্সিলর হন অনুপম দত্ত। রবিবার সন্ধ্যেয় তিনি পোষ্যর জন্য খাবার কিনতে বেরিয়েছিলেন। অভিযোগ, তখনই ৪ জন দুষ্কৃতী বাইকে করে আসে এবং দোকানের সামনেই পয়েন্ট ব্ল্যাঙ্করেঞ্জ থেকে গুলি চালায়। তিনটে গুলি চালানো হয়। এরপর এলাকা ছেড়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। সঙ্গে সঙ্গে সেখানে লুটিয়ে পড়েন অনুপম দত্ত। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তাঁকে সাগর দত্ত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁকে বেলঘড়িয়ার একটি বেসরকারি নার্সিংহোমে স্থানান্তরিত করা হয়। সেখানেই মারা যান অনুপম দত্ত।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন