বদলে গেল সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার দিনক্ষণ। বিজ্ঞপ্তি দিয়ে নতুন সময়সূচি ঘোষণা করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি। ১৬ এপ্রিলের পরিবর্তে এবার জেইই মেন শুরু হবে ২১ এপ্রিল থেকে। বিজ্ঞপ্তি জারি করে তারা জানিয়েছে, ২১ এপ্রিল থেকে হবে পরীক্ষা। কেন সূচিতে পরিবর্তন? ন্যাশনাল টেস্টিং এজেন্সি জানিয়েছে, একাধিক পরীক্ষার্থী জানিয়েছে যে বোর্ড পরীক্ষার সঙ্গে জয়েন্ট এন্ট্রাস পরীক্ষার সূচিতে সংঘাত হচ্ছে।
২১, ২৪, ২৫, ২৯ এপ্রিল এবং ১, ৪ মে সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স হবে বলে জানিয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। এর আগে ১৬ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত এই পরীক্ষা হওয়ার কথা ছিল। উচ্চমাধ্যমিক পরীক্ষার সঙ্গে সূচি সংঘাতের জেরে এরাজ্যে আগেই সংশ্লিষ্ট পরীক্ষার দিন বদল করা হয়েছে। ১৬ এপ্রিলের বদলে কয়েকটি পরীক্ষা ১৩ এপ্রিল। ১৮ এপ্রিল একাধিক পরীক্ষার দিন বদলে ২৫ এপ্রিল পরীক্ষা। ২০ এপ্রিল অর্থনীতির পরীক্ষা হবে ২৬ এপ্রিল। ১৩ এপ্রিলের পরীক্ষা পিছিয়ে নেওয়া হবে ১৮ এপ্রিল। ২০ এপ্রিলের বদলে ২৬ এপ্রিল শেষ হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা। ২ এপ্রিল থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক। শেষ হবে ২৬ এপ্রিল।
দেশের ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজির মতো শিক্ষা প্রতিষ্ঠানে ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচারের স্নাতক স্তরে ভর্তি হতে পারে। জেইই মেনে উত্তীর্ণ হলেই তবে জেইই অ্যাডভান্স পরীক্ষা দেওয়ার সুযোগ পাওয়া যায়। অন্যান্য রাজ্যের বোর্ড পরীক্ষার মতোই উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের বড় অংশ সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্সে বসে। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছিলেন, "২ এপ্রিল উচ্চমাধ্যমিক শুরু হওয়ার কথা। পরীক্ষা সূচির সামান্য পরিবর্তন হতে পারে।" সেই অনুযায়ী গত সপ্তাহে সাংবাদিক বৈঠকে সংসদ জানিয়ে দেয় পরিবর্তিত সূচি। এপ্রিল মাসের ২ থেকে ২০ তারিখ পর্যন্ত রাজ্যে উচ্চমাধ্যমিক পরীক্ষা হওয়ার কথা ছিল। এরপর সংসদ সভাপতি জানান, ২ এপ্রিল থেকে পরীক্ষা শুরু হলেও ২০ এপ্রিলের পরিবর্তে ২৬ এপ্রিল পরীক্ষা শেষ হবে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন