নববর্ষের সকাল ময়দানে শুরু হয় বার পুজো। এটাই বাংলার রেওয়াজ। বাংলার ফুটবল সংগঠকদের কাছে পয়লা বৈশাখ হল ফুটবল মরসুমের নববর্ষ। আর বাংলা নববর্ষের দিনই তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের পথচলা শুরু হতে চলেছে। তার আগে আজ বৃহস্পতিবার প্রকাশিত হল ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের টিজার।
এবার কলকাতার ময়দানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফুটবল টিম নামতে চলেছে। আনুষ্ঠানিকভাবে আগামীকাল পয়লা বৈশাখে আত্মপ্রকাশ করতে চলেছে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব। কলকাতা লিগের প্রথম ডিভিশনে খেলতে চেয়ে আইএফএ-র কাছে আগেই আবেদন করেছিল দলটি। এমপি কাপে খেলতে গিয়ে ডায়মন্ড হারবার ক্লাব আবির্ভাবেই সাড়া ফেলে দিয়েছিল। তখনই ডায়মন্ডহারবারের সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন, ডায়মন্ড হারবারের একটি দলকে কলকাতা লিগে খেলাবেন তিনি। এবার বাস্তবায়িত হচ্ছে সেই উদ্যোগ।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন