সরকারি চাকরির ক্ষেত্রে 'সংরক্ষণ' চলে আসছে বছরের পর বছর ধরে। এবার পদোন্নতির ক্ষেত্রেও সংরক্ষণ চালু হবে বলে জানা গিয়েছে। আর এর জন্য প্রথম পদক্ষেপ করল কেন্দ্রীয় সরকার। জানা গিয়েছে, এসসি এবং এসটি (তফসিলি জাতি ও উপজাতি) সরকারি চাকরিজীবীদের তথ্য সংগ্রহের কাজ ইতিমধ্যে শুরু করেছে কেন্দ্রের সরকার।
এর আগে পদোন্নতির ক্ষেত্রে সংরক্ষণের সিদ্ধান্ত রদ করার দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়েছিল। বিচারপতি এল নাগেশ্বর রাও এবং বিচারপতি বি আর গাভাইয়ের বেঞ্চে এই মামলার শুনানি শুরু হয়। সেখানে কেন্দ্রের তরফে একটি হলফনামা জারি করে বলা হয়, 'সরকারি চাকরিতে তফসিলি জাতি ও উপজাতি কর্মীদের পদোন্নতির ক্ষেত্রে সংরক্ষণ প্রথা রদ করে দিলে কর্মীদের মধ্যে অস্থিরতা ও ক্ষোভ তৈরি হবে। এর পাশাপাশি পদোন্নতির ক্ষেত্রে সংরক্ষণ নীতি জারি রাখতে সংবিধান এবং আদালতের বেঁধে দেওয়া নিয়মের সঙ্গে সামঞ্জস্য রাখাহচ্ছে।' অবশ্য পদোন্নতির ক্ষেত্রে সংরক্ষণের বিষয়ে শীর্ষ আদালত হস্তক্ষেপ করবে না বলে আগেই জানিয়েছিল।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন