কলকাতা হাইকোর্টে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলার শুনানি শেষ হল এদিন। যদিও এদিন রায়দান স্থগিত রাখল আদালত। বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চ শীঘ্রই এই মামলার রায় দেবে বলে জানিয়েছেন।
ডিভিশন বেঞ্চ গতকাল শুনানিতে উল্লেখ করেছিল যে মহার্ঘ ভাতায় কর্মচারীদের আইনি অধিকার। এদিন মামলার শুনানিতে বিচারপতি হরিশ ট্যান্ডন রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের উদ্দেশ্যে বলেন, "২০১০ সাল পর্যন্ত বছরে দু-বার করে মহার্ঘ ভাতা পেতেন কর্মচারীরা। মূল্যবৃদ্ধির নিরিখে মহার্ঘ ভাতা ঠিক হত।
এর পরেই বিচারপতি বলেন, "সেটা রাজ্য কেন করছে ? মূল্যবৃদ্ধির নিরিখে মহার্ঘভাতা ঠিক হওয়া উচিত।" এর প্রত্যুত্তরে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল বলেন, "এটা সম্পূর্ণ প্রশাসনিক ব্যাপার।" তিনি আরও বলেন, "কেন্দ্রের হারেই বছরে দু-বার ডিএ দিতে হবে আইনে কোথাও একথা বলা নেই।" মামলার শুনানি শেষে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সভাপতি মলয় মুখোপাধ্যায় বলেন, "রাজ্য সরকারি কর্মচারীদের হিসেব মতো পঞ্চম বেতন কমিশন ও ষষ্ঠ বেতন কমিশন মিলিয়ে প্রায় ৬৮ শতাংশ ডিএ বকেয়া রয়েছে। তার মধ্যে ৩৪ শতাংশের দাবিতে আমাদের মামলা।" তাঁর দাবি, এর আগে নিম্ন আদালত দু-বার কর্মচারীদের পক্ষেই রায় দিয়েছে। আশা করছি এবারও আদালত কর্মচারীদের মহার্ঘ ভাতা প্রদানের পক্ষেই রায় দেবে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন