একের পর এক মামলা কলকাতা হাইকোর্টে মুখ পুড়ছে রাজ্য সরকারের। এর জেরেই নবান্নে ডাক পড়ে আইনমন্ত্রী মলয় ঘটকের। এ সব বিষয় নিয়ে আলোচনার জন্য আইনমন্ত্রীকে নবান্নে ডেকেছেন খোদ মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, সব বিষয়ে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে দিয়ে বিরোধীদের হেনস্থা করছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।
তাই বিজেপি বিরোধী শক্তিকে মজবুত করতে বেশ কয়েকবার বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলিকে একছাতার তলায় আসার বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযোগ, সেই সময় কংগ্রেস ও তার অনুগামী দলগুলি মমতার ডাকে সাড়া দেয়নি। এ বার তৃণমূলের বেশ কয়েকজন তাবড় নেতা আদালতের নির্দেশে সিবিআই নজরে।
তবে, তৃণমূল সূত্রে খবর, স্কুল সার্ভিস কমিশনের মামলায় পরপর সিবিআই তদন্তের জেরে বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ বয়কটের সিদ্ধান্তের নেয় আইনজীবীদের একাংশ। এই অচলাবস্থা সামাল দিতেই আইনমন্ত্রী-সহ অন্যান্যদের ডেকেছেন মুখ্যমন্ত্রী। তবে, তাদের মধ্যে কী আলোচনা হয় তা আজ আরও স্পষ্ট হতে পারে বলে মনে করা হচ্ছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন