সময় মতো স্কুলে যাওয়া নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিল মধ্যশিক্ষা পর্ষদ। ইতিমধ্যে শিক্ষকদের জন্য এই নির্দেশিকা জারি করেছে পর্ষদ। শিক্ষকদের জন্য মোট ২২ দফা আচকরণবিধি জারি করা হয়েছে বলে জানা গিয়েছে। তাতে রয়েছে সময় মতো স্কুলে ঢোকা নিয়ে কড়া নির্দেশ। বলা হয়েছে, এখন থেকে সকাল ১০টা ৫০ মিনিটের মধ্যে স্কুলে না ঢুকলে তা 'হাফ ডে' হিসাবে ধরা হবে। সকাল ১১টা ৫ মিনিটের পরে গেলে সেদিনর জন্য শিক্ষককে 'অনুপস্থিত' হিসাবে গণ্য করা হবে। তাছাড়া বিকেল সাড়ে চারটের আগে কোনও শিক্ষক স্কুল ছেড়ে যেতে পারবেন না বলেও জানানো হয়েছে নির্দেশিকায়।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন