তপন কান্দু খুনে প্রথম গ্রেফতারি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই -র। ঝালদায় অস্থায়ী ক্যাম্পে চলে ম্যারাথন জেরা। অবশেষে গ্রেফতার করা হল হোটেল মালিক সত্যবান পরমানিককে। জানা গিয়েছে, ঝালদার হেঁসাহাতু গ্রামে বাসিন্দা সত্যবান। ওই গ্রামেরই একটি সরকারি স্কুলে পিওন পদে কর্মরত তিনি।
এর আগে, গতকাল মঙ্গলবার ঝালদা শহরে সত্যবানে হোটেলে হানা দিয়েছিলেন সিবিআই আধিকারিকরা। এরপর যখন ঝালদার SDPO সুব্রত দেবকে ফের তলব করা হয়, তখন সিবিআই -র অস্থায়ী ক্যাম্পে নিয়ে আসা হয় ওই হোটলে মালিককেও। SDPO-কে প্রায় সোয়া এক ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। রাতে আটক করা হয়েছিল সত্যবান পরামানিককে। এবার গ্রেফতার হলেন তিনি।
কেন এই গ্রেফতারি? সিবিআই সূত্রে খবর, ঝালদার একটি হোটেলে বসেই তাপন কান্দুকে খুনের সব পরিকল্পনা করা হয়েছিল। তদন্তকারীদের সন্দেহ, এই হত্যাকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল সত্যবান পরমানিকের। এদিকে ঝালদাকাণ্ডে হাইকোর্টে যেদিন কেস ডায়েরি ও তদন্ত রিপোর্ট জমা দিয়েছিল রাজ্য, সেদিনই বোকারো থেকে কালেবর সিং নামে এক ব্যক্তি গ্রেফতার করেছিল পুলিস। সোমবার রাতে ধৃতকে নিয়ে ঝাড়খণ্ডের বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন