আইনি জটে দীর্ঘ কয়েক বছর স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক- শিক্ষিকা নিয়োগ আটকে আছে। এর পাশাপাশি মেয়াদ ফুরিয়ে যাওয়ার পরও নিয়োগ নিয়ে অভিযোগ। নিয়োগকে কেন্দ্র করে বারবার আদালতে দায়ের হয়েছে মামলা।
এবার নতুন করে ফের শিক্ষক নিয়োগ করতে চায় রাজ্য। গত বৃহস্পতিবার সরকারের বর্ষপূর্তিতে স্কুল সার্ভিস কমিশন বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, শীঘ্রই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য কমিশন জানাবে।
সূত্রের খবর, ২০ হাজারেরও বেশি শূন্য পদে নিয়োগ করবে রাজ্য। ইতিমধ্যেই নিয়োগের জন্য রোস্টার তৈরি করে ফেলেছে মধ্যশিক্ষা পর্ষদ। স্কুল সার্ভিস কমিশনের কাছে সেই প্রস্তাবিত ফাইলও পাঠানো হচ্ছে। জানা গিয়েছে, নবম-দশম স্তরের নিয়োগের ক্ষেত্রে অর্থাৎ মাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে রয়েছে ১৪ হাজার শূন্যপদ। এবং একাদশ-দ্বাদশ এর স্তরে অর্থাৎ উচ্চ মাধ্যমিক স্তরে শূন্য পদ রয়েছে ৬ হাজারের বেশি। বিস্তারিত ভাবে এই শূন্য পদ তৈরি করে ইতিমধ্যেই স্কুল শিক্ষা দফতর স্কুল সার্ভিস কমিশনকে পাঠিয়েছটো। কমিশন চূড়ান্ত ভাবে অনুমোদন করে শীঘ্রই বিজ্ঞপ্তি আকারে জানাবে বলে সূত্রের খবর।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন