অর্থ তছরূপের অভিযোগে জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করল দিল্লির একটি কোর্ট। রাজ্যে কয়লা কাণ্ডে জড়িত থাকার অভিযোগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে ডেকে পাঠিয়েছিল। অভিযোগ তিনি বারেবারে সেই হাজিরা এড়িয়ে গিয়েছেন।
উল্লেখ্য, বহু কোটি টাকার কয়লা কেলেঙ্কারিতে অভিষেককে জেরা করতে চেয়ে অভিষেক ও রুজিরার কাছে নোটিশ পাঠায় এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট। এই জেরার পর্ব যাতে কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি দিল্লিতে করতে চেয়েছে। অন্যদিকে, অভিষেক,রুজিরা আদালতের দ্বারস্থ হয়ে জেরা কলকাতায় করার জন্য আবেদন জানান। পরবর্তীতে সেই আবেদন দিল্লি হাইকোর্টে খারিজও হয়ে যায়।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন