চাকরিপ্রার্থীদের জন্য ভাল খবর। অবশেষে নিয়োগ নিয়ে বড়সড় উদ্যোগ নিল নবান্ন। রাজ্যের জেলায় জেলায় গ্রন্থাগারিক প্রচুর সংখ্যায় নিয়োগের সরকারি প্রক্রিয়া শুরু হল। ৭৩৮ জনের নিয়োগ প্রক্রিয়ায় সিলমোহর দিয়েছে নবান্ন।
জেলার সরকার পোষিত গ্রামীণ পাবলিক লাইব্রেরিতে শূন্যপদ নিয়ে বহুদিন ধরে প্রশ্ন উঠছিল। সেই প্রেক্ষিতে প্রায় ১৫ মাস আগে নিয়োগের ব্যাপারে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছিল। জনশিক্ষা প্রসার ও লাইব্রেরি সার্ভিসেস দফতরের পক্ষে নিযুক্তি সংক্রান্ত নির্দেশনামা বৃহস্পতিবারই জেলাশাসকদের পাঠানো হয়েছে। আগামী ১০ মে-র মধ্যে নিয়োগ কমিটি গঠন করতে হবে বলে বলা হয়েছে। সেই সিলেকশন কমিটি গড়বে লোকাল লাইব্রেরি অথরিটি। এই অথরিটির শীর্ষে থাকেন জেলাশাসক। মেম্বার সেক্রেটারি ডিস্ট্রিক্ট লাইব্রেরি অফিসার। নিয়োগ হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। লাইব্রেরি সায়েন্সে উত্তীর্ণ আবেদনকারীরা আবেদন করতে পারবেন অনলাইনে। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ থেকেও নাম চেয়ে পাঠানো হবে। স্বচ্ছতা বজায় রেখে দ্রুত প্রক্রিয়া শেষ করতে বলা হয়েছে নবান্ন থেকে। রাজ্য চাইছে করোনার ধাক্কায় বই পড়ার মানসিকতা যতটা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেখান থেকে মূলত ছাত্র ও যুবদের আবার বইমুখী করে তুলতে চাকরি সংক্রান্ত বিজ্ঞাপন সংবাদমাধ্যমে দেওয়া হবে ১৭ মে। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ থেকে নাম গ্রহণের শেষ তারিখ ১০ জুন। ওইদিনই অনলাইন আবেদন জমা করার শেষ দিন। ইন্টারভিউ হবে ১৪ থেকে ১৮ জুলাই। আর তালিকা চূড়ান্ত হবে ২৫ জুলাই।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন