ফের তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক শুভেন্দু অধিকারী। জয়া দত্ত থেকে মণিশঙ্কর মণ্ডল, তৃণমূল ছাত্র পরিষদের একাধিক প্রাক্তন নেতা-নেত্রীকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অবৈধভাবে চাকরি দেওয়া হয়েছে বলে বিস্ফোরক দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যদিও এই অভিযোগ মানতে চাননি তৃণমূলের কোনও প্রাক্তন নেতা-নেত্রীই। স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ এবং গ্রুপ-ডি, গ্রুপ-সি কর্মী নিয়োগে দুর্নীতির অভিযোগে তোলপাড় গোটা রাজ্য। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং বর্তমান শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।
এই পরিস্থিতিতে বিস্ফোরক অভিযোগ তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বাঁকুড়ার সোনামুখীতে বিজেপির এক কর্মীসভায় তিনি দাবি করেন, রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, তৃণমূলের ছাত্র পরিষদের নেতা-নেত্রীদের অবৈধভাবে চাকরি দেওয়া হয়েছে। এ দিন শুভেন্দু বলেন, "বিশ্ববিদ্যালয়ের চাকরি দেওয়ার ক্ষেত্রেও ব্যাপক অনিয়ম হয়েছে। জয়া দত্ত-সহ তৃণমূলের ছাত্র পরিষদের নেতানেত্রীদেরকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অবৈধভাবে এই ডাকাত পার্থ চট্টোপাধ্যায়ের নেতৃত্ব নিয়োগ করা হয়েছে।"
জয়া দত্ত, তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন রাজ্য সভানেত্রী। বর্তমানে তিনি বারাসাত রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার - প্ল্যানিং অ্যান্ড ডেভলপমেন্ট। ২০১৯ সালে চাকরিতে যোগ দেন তিনি।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন