"ওদের ইচ্ছা পূর্ণ হয়েছে। আমি তো এখন বাংলার দায়িত্বে আর নেই। এবার পার্টিটাকে জিতিয়ে দেখাক। ৪০ শতাংশ ভোট পেয়ে দেখাক।" সরাসরি না বলে, ঘুরিয়ে সুকান্ত-শুভেন্দুদের নিশানা করে এভাবে প্রকাশ্যেই তোপ দাগলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এর পাশাপাশি, দলের মধ্যে তাঁর সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ করে তিনি শুক্রবার বলেন,"৪০ শতাংশ ভোট পেয়ে দেখালে ওঁদের কথা মেনে নেব আমি। না হলে ভাবব ওঁরাই সেটিং করেছেন তৃণমূলের সঙ্গে বিজেপিকে ড্যামেজ করার জন্য।
বলে রাখা ভাল, তাঁর হাত ধরে বঙ্গ বিজেপির নির্বাচনী উত্থান, তাঁকে বাংলার সংগঠনে ব্রাত্য করে অন্য রাজ্যে পাঠানো হচ্ছে। সেই দিলীপ ঘোষকে নিয়ে বঙ্গ বিজেপিতে চর্চা এখন বেশ তুঙ্গে। তাঁকে ভিন রাজ্যে সরানোর পিছনে দলের ক্ষমতাসীন শিবিরের কতিপয় নেতার কলকাঠি রয়েছে বলে দাবি দলের একটা বড় অংশের। আর সেটা নিয়েই এদিন সংবাদ মাধ্যমে কারও নাম না করে দলে তাঁর বিরোধী শিবিরকে আক্রমণ করেন দিলীপ ঘোষ। এই পরিস্থিতিতে দিলীপ ঘোষের পাশে সাংসদ লকেট চট্টোপাধ্যায়। লকেট বলেন,"দিলীপ ঘোষ বাংলার নেতা, বাংলাতেই থাকবেন। আমাকেও উত্তরাখণ্ডের দায়িত্ব দিয়েছিল দল। তেমনই আটটি রাজ্যের বুথ সশক্তিকরণের দায়িত্ব দেওয়া হয়েছে দিলীপ ঘোষকে। এটা আমাদের গর্বের বিষয়। সেই কাজ হয়ে গেলে দিলীপদা যেমন বাংলার আনাচে কানাচে ঘোরেন তেমনই ঘুরবেন।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন