দক্ষিণ পূর্ব ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে ঘূর্ণিঝড় 'অশনি'। তবে তার প্রভাবে ইতিমধ্যেই কলকাতায় শুরু হয়েছে তুমুল বৃষ্টি। এদিন সকালে যদিও রোদের দেখা মিলেছিল। তবে মুহূর্তে তিলোত্তমার আবহাওয়া পরিবর্তন। রবীন্দ্রজয়ন্তীর সকালে বৃষ্টিতে ভোগান্তি কলকাতাবাসীর। আগামী শুক্রবার পর্যন্ত বঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। এদিকে, 'অশনি' মোকাবিলায় তৎপর প্রশাসন। সোমবার দুপুরে নবান্নে জরুরি বৈঠক ডেকেছেন মুখ্যসচিব। ঠিক কী কী সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হবে, সে বিষয়ে ওই বৈঠকে আলোচনা হতে পারে।

0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন