শীঘ্রই স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) মাধ্যমে নতুন নিয়োগ। দু’দিন আগে ঘোষণা করেছেন স্বয়ং শিক্ষামন্ত্রী। সেইমতো রাজ্যজুড়ে প্রায় ২৫ হাজার শিক্ষক নিয়োগ করতে কোমর বাঁধছে সরকার এবং স্কুলশিক্ষা দফতর। এ নিয়ে দ্রুত বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে বলে এসএসসি সূত্রে খবর। বদলাতে পারে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্রের ধরনও। জানা গিয়েছে, সহকারী শিক্ষক পদের চাকরির জন্য পরীক্ষাগুলি হবে 'টেট'-এর ধাঁচে। অর্থাৎ, মাল্টিপল চয়েস ভিত্তিক। উত্তর দিতে হবে ওএমআর শিটে। বিকাশ ভবন এবং এসএসসির অন্দরের খবর, বিধিতে ব্যাপক পরিবর্তন এনেই নিয়োগের পথে হাঁটবে তারা।
জানা যাচ্ছে, মাস দেড়েকের মধ্যেই প্রকাশিত হতে পারে প্রধান শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি। শূন্যপদের সংখ্যা প্রায় হাজার তিনেক। বর্তমানে কর্মরত সহকারী শিক্ষকদের মধ্যে থেকেই হবে সেই নিয়োগ।

0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন