শিক্ষক নিয়োগ নিয়ে আন্দোলন এবং মামলার মধ্যেই ফের জারি হতে চলেছে নিয়োগ-বিজ্ঞপ্তি। স্কুল সার্ভিস কমিশনের তরফে এই খবর জানিয়ে একটি আগাম নোটিশ জারি করা হয়েছে বৃহস্পতিবার সকালে।
এসএসসি-র ওই বিজ্ঞপ্তিতে স্পষ্ট বলা হয়েছে, খুব শীঘ্রই মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, জুনিয়র হাই স্কুলে প্রধান শিক্ষক এবং শিক্ষিকা পদে নিয়োগ করা হবে। কী পদ্ধতিতে শিক্ষক শিক্ষিকাদের মনোনয়ন হবে, তার বিশদ বিবরণ ওই বিজ্ঞপ্তির সঙ্গেই দিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে কমিশন।
এর পাশাপাশি আলাদা একটি নোটিশে সহকারী শিক্ষক এবং শিক্ষিকাদের নিয়োগের কথাও জানিয়েছে কমিশন।
কিন্তু, রাজ্যে শূন্যপদ কত? অথবা শিক্ষক-নিয়োগ ঠিক কী ভাবে হবে? স্কুল সার্ভিস কমিশনের ঘোষণা অনুযায়ী দ্রুত এই সংক্রান্ত নোটিশ জারি করবে SSC বোর্ড। যে শূন্যপদগুলো ভরাট করা হবে, তার সঠিক পরিসংখ্যান দিয়ে এবং পরীক্ষা সংক্রান্ত নির্দেশ নিয়ে ঘোষণা করবে স্কুল সার্ভিস কমিশন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন