এবারের বিধানসভা নির্বাচনে বিজেপির ভরাডুবির পর বারবার দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তথাগত রায়। যার জেরে বঙ্গ বিজেপির নেতাদের কটাক্ষের শিকারও হয়েছেন তিনি। এবার ফের দল বিস্ফোরক তথাগত। টুইটারে লিখলেন, "দলের মজ্জায় মজ্জায় ক্যানসার ধরেছে।" মঙ্গলবার সকালে একটি টুইট করেন তথাগত রায়। কৈলাস বিজয়বর্গীয় ও দলকে কটাক্ষ করে সেখানে লেখেন, "সে ভেগেছে, না বললে এখন দলের মাথায় বসে থাকত। দলের মজ্জায় মজ্জায় এখন ক্যানসার ধরেছে, যদি বাঁচাতে হয় তা হলে ভয়াবহ অপারেশন ও কেমোথেরাপি অত্যাবশ্যক, না হলে রোগী বাঁচবে না।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন