প্রায় ২১ দিন পর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস বয়কটের সিদ্ধান্ত থেকে সরে এলেন হাইকোর্টের তৃণমূলপন্থী আইনজীবীরা। সোমবার তৃণমূল লিগ্যাল সেলের তরফে এক সাংবাদিক বৈঠকে একথা জানান আইনজীবী বিশ্বব্রত বসু মল্লিক। বার অ্যাসোসিয়েশন এবং বেঞ্চের সুসম্পর্ক বজায় রাখতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন তিনি। বিশ্বব্রত বসু মল্লিক আরও জানান, বারংবার পরিস্থিতি স্বাভাবিক করার কথা উল্লেখ করার পাশাপাশি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও আইনজীবীদের আশ্বাস দিয়েছেন যাতে ভবিষ্যতে বার এবং বেঞ্চের সম্পর্ক নষ্ট না হয়, সে চেষ্টা করবেন তিনি।
উল্লেখ্য, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এসএসসির মামলা শুনতে গিয়ে বিভিন্ন সময় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশে ডিভিশন বেঞ্চ স্থগিতাদেশ দেওয়ায় তিনি নিজের ক্ষোভ গোপন রাখেননি। প্রকাশ্যেই কড়া সমালোচনা করেছেন ওই ডিভিশন বেঞ্চের। বিষয়টি নিয়ে তিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং হাইকোর্টের প্রধান বিচারপতির হস্তক্ষেপও চেয়েছেন। কড়া ভাষায় বেশ কিছু সরকারবিরোধী মন্তব্যও তিনি করেছেন।
এরপরই ঘটনা অন্যদিকে মোড় নেয়। তাঁর বিরুদ্ধে প্রকাশ্যে আন্দোলনে নামে বার অ্যাসোসিয়েশন। তারপরই শুরু হয় তাঁর এজলাস বয়কট।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন