রাজ্যে শিক্ষক-শিক্ষিকা নিয়োগের ক্ষেত্রে বড়সড় দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। বেশকিছু গুরুত্বপূর্ণ রায় দিয়েছে আদালত। আদালতের নির্দেশে অনেকের চাকরি থেকে সরিয়ে দিয়েছে সরকার। এমন আবহে ফের সামনে এল আদালতে কর্মী নিয়োগে অনিয়মের অভিযোগ। এই নিয়োগেও অস্বচ্ছতার নিদর্শন মিলবে ভুরি ভুরি। এমনটাই মনে করছেন চাকরি প্রার্থীদের একটা বড় অংশ। এবার সেই ঘটনার জেরেই কলকাতা হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা।
জানা গিয়েছে, রাজ্যে বিচার বিভাগে চতুর্থ শ্রেণি বা গ্রুপ-ডি পদের কর্মী নিয়োগের ঘটনায় দুর্নীতির অভিযোগ ওঠায় তা নিয়ে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। আগামীকাল অর্থাৎ বুধবার এই মামলার শুনানি হওয়ার কথা। এই মামলাটি দায়ের করেছেন মৌয়াজ আশরাফ।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন