হুঁশিয়ারি বিচারপতির। মাদ্রাসা সার্ভিস কমিশন তুলে দেওয়ার হুঁশিয়ারি দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। "নতুন করে অনিয়ম খুঁজে পেলে মাদ্রাসা সার্ভিস কমিশন তুলে দেব।" মাদ্রাসা সার্ভিস কমিশনকে ৭০ হাজার টাকা জরিমানার নির্দেশ বিচারপতির। "২০১০ সালে মাদ্রাসা শিক্ষক নিয়োগ আইনে প্রশিক্ষণপ্রাপ্তদের অগ্রাধিকার থাকলেও। ২০১৩-১৪-এর নিয়োগ প্রক্রিয়ায় তাঁরা বঞ্চিত হন।" এই অভিযোগের প্রেক্ষিতে মামলা, সেই মামলায় গুরুত্বপূর্ণ নির্দেশ বিচারপতির।
মাদ্রাসায় শিক্ষক নিয়োগেও দুর্নীতির অভিযোগ। আর সেই মামলায় মাদ্রাসা সার্ভিস কমিশনকে মোটা অঙ্কের জরিমানা দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। এর পাশাপাশি ১৫ দিনের মধ্যে প্রশিক্ষণপ্রাপ্তদের নাম অগ্রাধিকারের ভিত্তিতে সুপারিশ করতে হবে বলেও নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শুনানি চলাকালীন কমিশনকে ভর্ৎসনাও করেন বিচারপতি।মাদ্রাসা কমিশনের বিরুদ্ধে অভিযোগ, যোগ্য প্রার্থীদের বাতিল করে কম মেধার প্রার্থীদের চাকরি দেওয়া হয়েছে। আর এই নিয়োগ হয়েছে মাদ্রাসা কমিশনের সুপারিশেই। যা দেখে আদালতের প্রশ্ন, কমিশন কি নিজেকে সংবিধানের চেয়ে উপরে মনে করে? এর পরই সাত মামলাকারীকে ৭০ হাজার টাকার ক্ষতিপূরণের নির্দেশ দেয় হাই কোর্ট। ২০১০ সালের মাদ্রাসা শিক্ষক নিয়োগ আইনে প্রশিক্ষণপ্রাপ্তদের অগ্রাধিকার দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হয়নি। অভিযোগ, ২০১৩-১৪ সালে নিয়োগ প্রক্রিয়ায় বঞ্চিত হন প্রশিক্ষণপ্রাপ্ত। ২০১৪ সালে ৬ ফেব্রুয়ারি নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছিল। বলা হয়েছিল, লিখিত পরীক্ষায় পাশ করলে প্রশিক্ষণপ্রাপ্তরা অগ্রাধিকার পাবেন। কিন্তু সেই অগ্রাধিকার দেওয়া হয়নি। এর প্রেক্ষিতেই এদিন কলকাতা হাই কোর্ট ক্ষতিপূরণ ও নিয়োগে সুপারিশের নির্দেশ দেন। আদালত জানিয়েছে,মাদ্রাসা সার্ভিস কমিশন বেআইনি কাজ করেছে। তাই সাতজন মামলাকারীকে ৭০ হাজার টাকা ক্ষতিপূরণ দিতে হবে।
এদিকে, তাঁর একান্ত ভরসার গোয়েন্দা সংস্থা সিবিআই-এর তদন্তে হতাশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন