ফের করোনা আতঙ্ক। এবার জলপাইগুড়ি সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। এমন পরিস্থিতিতে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বর্ষের পঠনপাঠন বন্ধের নির্দেশিকা জারি করা হয়েছে। এছাড়াও ১৫ জুন থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের যে পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল তাও স্থগিত করেছে কলেজ কর্তৃপক্ষ। তবে চতুর্থ বর্ষের ক্ষেত্রে এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি কর্তৃপক্ষ।
ইতিমধ্যে পাঁচজন করোনায় আক্রান্ত হয়েছেন বলে খবর। যাঁদের মধ্যে দু-জন জলপাইগুড়ি জেলা হাসপাতালের কোভিড ওয়ার্ডে ভর্তি রয়েছেন। বাকিদের কলেজের ভেতরেই আলাদা ঘরে রাখা হয়েছে।

0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন