ফের দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। রাষ্ট্রপতি নির্বাচনের দিন ক্ষণ ঘোষণা হয়ে যাওয়ার পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফর নিয়ে আগ্রহ ক্রমশ বাড়ছে। সূত্রের খবর, আগামী সপ্তাহেই দিল্লি যেতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়।
২০২৪ লোকসভা নির্বাচনের আগে বিরোধী জোটকে একজোট করতে অনেক আগে থেকেই প্রচেষ্টা শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিক সময়ে এই বিষয়ে তাঁর সঙ্গে বিজেপি বিরোধী রাজনৈতিক দলের নেতাদের কথা হয়েছে৷ তবে যে সময়ে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে পা রাখছেন, সেই সময়ে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে জোর চর্চা চলবে। রাজনৈতিক মহলের আগ্রহ, এই নির্বাচন উপলক্ষে বিরোধী জোট দানা বাঁধে কিনা। যার মাধ্যমে আসলে ২০২৪ এর বিরোধী জোট গঠনের সলতে পাকানোর কাজ শুরু হয়ে যাবে।
বিজেপি বিরোধী দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধিও। বিভিন্ন বিরোধী দলগুলির সঙ্গে কথা বলা শুরু করেছেন কংগ্রেস নেতা মল্লিকার্জূন খাড়েগ। সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সরাসরি কথা বলবেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধি।

0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন