দীর্ঘ দিন রাজ্যে আটকে আছে নিয়োগ প্রক্রিয়া। লাফিয়ে লাফিয়ে বাড়ছে বেকারের সংখ্যা। এমন সময় কর্মসংস্থান নিয়ে বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরও একবার বাংলায় কর্মসংস্থানের বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো। সোমবার বর্ধমান থেকে এই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে যাতে আরও বেশি করে কর্মসংস্থান তৈরি হয়, তার ওপরও জোর দেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন বীরভূমে দেউচা-পাচামি কয়লা খনি সন্ধান পাওয়া গিয়েছে।
অপরদিকে ফ্রেড করিডর তৈরি হচ্ছে। ৭২ হাজার কোটি টাকা বিনিয়োগের কথা বলেন তিনি। আর তা তৈরি হয়ে গেলে বিশাল কর্মসংস্থান তৈরি হয়ে যাবে বলে মমতা বন্দ্যোপাধ্যায়। কলেজ, কৃষিবিদ্যালয় সহ বর্ধমান জুড়ে যেভাবে উন্নয়নের কর্মকাণ্ড চলছে তাও এদিন সাধারণ মানুষের সামনে তুলে ধরেন তিনি। তবে আরও কাজ বর্ধমান জুড়ে হবে বলেও এদিন প্রতিশ্রুতি দেন প্রশাসনিক প্রধান।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন