চিটফান্ড কাণ্ডে অভিযুক্ত সকলকে গ্রেফতারের দাবি তুলল তৃণমূল নেতৃত্ব। সিবিআই-ইডির পক্ষপাতিত্ব এই রাজ্যে চলবে না। এই দাবিতে আজ, সোমবার পথে নেমেছিল তৃণমূল। কাঁথি, হলদিয়ার পাশাপাশি কলকাতার সিজিও কমপ্লেক্সের সামনে ধরনা দেয় দলের নেতা-কর্মীরা।
কলকাতায় সিবিআই-ইডির অন্যতম দফতর সিজিও কমপ্লেক্সের সামনে ধরনা দেয় তৃণমূলের বেশকিছু নেতা-কর্মীরা। হাজির ছিলেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ, যুবনেত্রী সায়নী ঘোষ, বিধায়ক বাবুল সুপ্রিয়রা। তাঁদের একযোগে অভিযোগ, সিবিআই ও ইডির তদন্তকে প্রভাবিত করেছে বিজেপি। গেরুয়া শিবিরে যোগ দেওয়ার জন্য চাপ তৈরি করতেই তদন্তকারী এজেন্সিগুলিকে ব্যবহার করা হচ্ছে। এদিনের মঞ্চ থেকে ঘাসফুল শিবিরের রাজ্য সম্পাদক কুণাল ঘোষের অভিযোগ, "দিল্লি থেকে সিবিআইয়ের তদন্ত নিয়ন্ত্রণ করা হচ্ছে। যাদের ধরা হয়নি তাদের বিজেপির জন্য ধরা হয়নি। বেছে বেছে তৃণমূলের নেতাদের খোঁচা দেওয়া হচ্ছে। বিজেপিতে গেলেই ওয়াশিং মেশিন। আর কাউকে ডাকা হয় না। এর কৈফিয়ত বিজেপিকে দিতে হবে।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন