নিয়োগ দুর্নীতিতে ক্রমশ জড়িয়ে পড়েছেন রাজ্যের প্রধান শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতা-মন্ত্রীরা। প্রাইমারি টেটে নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত বাগদার রঞ্জন ওরফে চন্দন মণ্ডলের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। যদিও বাড়িতেই নেই তিনি। হাই কোর্টের নির্দেশের পরই চন্দনের বাড়িতে গেলেও তাঁর দেখা মেলেনি বলে অভিযোগ। পরিবারের সদস্যরা জানিয়েছেন, চন্দন বাড়িতে নেই।
২০২১ সালে নিজের ফেসবুক পোস্টে উপেন জানান 'রঞ্জন' ওরফে 'চন্দন' প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক শিক্ষকের চাকরি বিক্রি করেন বলে জানতে পেরেছেন তিনি। প্রাথমিকের জন্য ১০ লক্ষ এবং উচ্চ প্রাথমিকে ১৫ থেকে ২০ লক্ষ টাকা করে নেন ওই 'রঞ্জন'। মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকের জন্য ২৫ থেকে ৩০ লক্ষ টাকা পর্যন্ত দর উঠেছে। তবে এই 'রঞ্জন' আসলে কে, তা সেই সময় খোলসা করেননি উপেন। একইসঙ্গে 'রঞ্জন'কে সৎ ব্যক্তি বলেও উল্লেখ করেছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী। কারণ, তাঁকে টাকা দিয়ে কেউ চাকরি পাননি, এমন অভিযোগ নেই। এর পরই লাইমলাইটে চলে আসেন ওই ব্যক্তি।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন