বালির পরিবেশবিদ তথা তৃণমূল নেতা তপন দত্ত হত্যা মামলায় নয়া মোড়। এবার সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। রাজ্য সিআইডিকে সমস্ত নথি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে তুলে দেওয়ার নির্দেশ দিলেন বিচারপতি রাজশেখর মান্থার।
উল্লেখ্য, ২০১১ সালের ৬ মে খুন হয়েছিলেন তপন দত্ত। জলাভূমি ভরাটের প্রতিবাদ করায় তাঁকে খুন করা হয় বলে অভিযোগ। তদন্ত শুরু করে সিআইডি। সিআইডির প্রথম চার্জশিটে রাজ্যের মন্ত্রী অরূপ রায়-সহ একাধিক নেতার নাম ছিল। পরবর্তী ক্ষেত্রে অরূপ রায়ের নাম চার্জশিট থেকে বাদ পড়েছিল। যা ঘিরে তুমুল বিতর্ক দানা বেঁধেছিল।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন