পুরুলিয়ার ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনের মামলায় পুরুলিয়া জেলা আদালতে চার্জশিট পেশ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সোমবার সিবিআই-এর আইনজীবী জেলা আদালতে এই চার্জশিট দাখিল করেন বলে জানা গিয়েছে। সূত্রের খবর, ৩০ পৃষ্ঠার এই চার্জশিটে মূলত গ্রেফতার হওয়া পাঁচজনকেই ঘটনার জন্য দায়ী করা হয়েছে।এর সঙ্গে আদালতের কাছে তদন্ত প্রক্রিয়া চালিয়ে যাওয়ার জন্য আবেদনও করা হয়েছে।
প্রসঙ্গত, গত ১৩ মার্চ দুষ্কৃতীদের ছোড়া গুলিতে খুন হন ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু। এই খুনের ঘটনার তদন্তে নামে জেলা পুলিশের 'বিশেষ তদন্তকারী দল। খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেফতার করা হয়। কিন্তু, তপন কান্দুর পরিবার রাজ্য পুলিশের উপর ভরসা রাখতে পারেনি। পরিবারের সদস্যরা ঘটনার সিবিআই তদন্তের দাবি করেন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন