কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে সোমবারই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-এর স্থানীয় দফতর, অর্থাৎ নিজাম প্যালেসে হাজিরা দিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সচিব রত্না চক্রবর্তী বাগচী। এদিন বিকেল ৫টা ২৫ মিনিট নাগাদ নিজাম প্যালেসে পৌঁছে যান তিনি। প্রসঙ্গত, টেট-এ নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় সোমবারই বিকেল পাঁচটায় সিবিআই-এর কাছে রত্নাকে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। একই নির্দেশ পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকেও দেওয়া হয়েছিল।
আগেই অভিযোগ উঠেছে যে, রাজ্যে পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ২৩ লক্ষ। তাঁদের মধ্যে মাত্র ২৬৯ জনকে ১ নম্বর বাড়িয়ে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া, এদের মধ্যে অনেকেই পরীক্ষায় পাশ না করলেও নিয়োগ দেওয়া হয়েছে। আদালতের প্রশ্ন, ২৩ লক্ষ পরীক্ষার্থীর মধ্যে ২৬৯ জনকে কেন নিয়োগ করা হল? এছাড়া যেখানে ফেব্রুয়ারি মাসে বোর্ড জানিয়েছিল শূন্য পদ নেই, সেখানে ২০১৭ সালের ডিসেম্বর মাসে কীভাবে নতুন পদ তৈরি হয়? সেই প্রশ্নও করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
সিবিআই-এরই একটি সূত্র মারফত জানা গিয়েছে, তাঁরা দায়িত্বে থাকাকালীন প্রাথমিকে শিক্ষক নিয়োগের খুঁটিনাটি নিয়ে মানিক ও রত্নাকে প্রশ্ন করা হবে। সেই সময় সত্যিই কোনও দুর্নীতি হয়েছিল কি না, হয়ে থাকলে সেই সম্পর্কে মানিক ও রত্না ওয়াকিবহাল ছিলেন কি না, তাও জানার চেষ্টা করবেন কেন্দ্রীয় গোয়েন্দারা।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন