'বিচার প্রক্রিয়া চলার জন্য থমকে আছে ১৮ হাজার পদে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া', এমন অভিযোগ শোনা যাচ্ছিল তৃণমূল কংগ্রেসের বহু নেতা ও মন্ত্রীর কাছ থেকে। এবার সেই অভিযোগের ভিত্তিতে শূন্য পদের তালিকা চেয়ে পাঠালেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সোমবার বিচারপতি গঙ্গোপাধ্যায় এই প্রসঙ্গে বলেন, দু-তিন দিনের মধ্যে রাজ্যের প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে শূন্য পদের তালিকা তাঁর কাছে জমা করতে হবে।
তাই এই মর্মে সোমবার তিনি শিক্ষা দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি কে নির্দেশ দিয়েছেন আগামী ২৯ শে জুলাই এর মধ্যে শূন্য পদের তালিকা তার কাছে জমা করতে হবে। বিচারপতি গঙ্গোপাধ্যায় মন্তব্য করেছেন, "আমিও দেখতে চাই রাজ্যের বেকারদের জন্য কত চাকরি খালি আছে।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন