SSC নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা কবে ফিরবে, তা নিয়ে প্রশ্ন চাকরি প্রার্থীদের। কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হয়েছে তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। এই পরিস্থিতিতে বাংলার শাসকদল একাধিকবার নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। তবে সোমবার 'বঙ্গসম্মানে'র মঞ্চ থেকে এ বিষয়ে নিজের বক্তব্য রাখলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। বললেন, "এসএসসি চাকরিপ্রার্থীদের বঞ্চনায় আমি দুঃখিত, ব্যথিত। আমি এই পদের সংখ্য়া বাড়িয়ে দিলাম।"
সোমবার নজরুল মঞ্চে বঙ্গসম্মানের মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে মুখ খোলেন। বলেন, " এই দুর্নীতিকে সাপোর্ট করা আমার নেশা বা পেশা নয়। আমি ১ লক্ষ টাকা করে পেনশন পাই। মুখ্যমন্ত্রী হিসেবেও বেতন পেতে পারি। কিন্তু ১ পয়সাও নিই না। আজকে আমি সত্যিই দুঃখিত, মর্মাহত ও শোকাহত। কেউ কখনও কখনও ভুল করতেই পারে।" এরপরেই তাঁর বক্তব্য, "সেদিন শুনলাম চাকরির পরীক্ষা দিয়েও কয়েকজন বঞ্চিত। ওরা ধরনায় বসেছে, অনশন করছে। আমি সেখানে গিয়েছিলাম, কথা দিয়েছিলাম, ওদের পাশে থাকব। আমি এবারের ক্যাবিনেটে প্রস্তাব দেব, যে ক’জন বঞ্চিত, তাঁরা ছাড়াও আরও বেশি পোস্ট ক্রিয়েট করে দিচ্ছি।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন