প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় বোর্ডের আইনজীবীকে ধমক ডিভিশন বেঞ্চের বিচারপতি সুব্রত তালুকদারের। বিচারপতি জানিয়ে দেন, আপনার তথ্য জমা দিতে হলে এখনই দিন। পরে আর গ্রহণ করবে না আদালত। দুর্নীতি হয়েছে বার বার প্রমাণিত।
প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে আবেদন করে রাজ্য। সেখানেই চলে সওয়াল-জবাব। চাকরিপ্রার্থীদের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, এই নিয়োগগুলি অ্যাডমিনিস্ট্রেটিভ সিদ্ধান্ত ছিল।
যারা আন্দোলন করছিল ঝামেলা এড়াতে তাদের মধ্যে থেকে কিছু ছেলেমেয়েকে অতিরিক্ত ১ নম্বর দেওয়া হয়। ২০ নভেম্বর ২০১৭ প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্রাচার্য সহ অন্যান্য সদস্যদের নিয়ে একটি মিটিং হয়। সেখানে নম্বর দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন