তা হলে কি 'ফুল' বদল করছেন বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়? দক্ষিণ কলকাতায় তাঁর সঙ্গে তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষের বৈঠক ঘিরে জোর জল্পনা শুরু হয়েছে বঙ্গ রাজনীতিতে।
ঘটনায় প্রকাশ, দক্ষিণ কলকাতায় একটি সামাজিক অনুষ্ঠানে মুখোমুখি হন রূপা-কুণাল। সেখানে ঘণ্টাখানেক ধরে তাঁদের মধ্যে বৈঠক হয়। বেশকিছু গুরুত্বপূর্ণ বিষয়ে কথা হয় তাঁদের।
রাজনৈতিক আলোচনা হয়নি? এমন প্রশ্নে কুণাল বলেন, "আমরা রাজনৈতিক ভাবে ভিন্ন মতাদর্শে বিশ্বাসী। রূপাদি যে রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত, আমি সেই দলের বিরোধী। তবে সে সব অন্য কথা। আমাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। দলবদলের ব্যাপারে আমি কিছুই বলতে পারব না। দরকারে রূপাদির কাছ থেকেও জেনে নিতে পারেন।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন