নিয়োগ দুর্নীতিতে বেশ চাপে শাসকদল তৃণমূল। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে এবার তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আগামী কাল, বুধবার বেলা ১২টায় তাঁকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগের জেরে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি পদ থেকে মানিক ভট্টাচার্যকে অপসারণ করা হয়েছিল।
সম্প্রতি পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা দেন ইডি আধিকারিকরা। সেদিনই দুর্নীতিতে অভিযুক্ত মোট ১৩ জনের বাড়িতে তল্লাশি চালানো হয়। যে তালিকায় ছিলেন তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যও। ইডি সূত্রে খবর, সেদিন তাঁর বাড়ি থেকে উদ্ধার হয়েছিল বিভিন্ন নথি। পাওয়া গিয়েছিল সিডিও। তারই সূত্র ধরে একাধিক তথ্য উঠে আসে ইডির হাতে। সেই সংক্রান্ত বেশ কিছু প্রশ্নের উত্তর পাওয়ার জন্যই মানিককে তলব করা হয়েছে বলে জানা গিয়েছে। এই সিজিও কমপ্লেক্সেই আপাতত ইডির হেফাজতে রয়েছেন পার্থ 'ঘনিষ্ঠ' অর্পিতা মুখোপাধ্যায়। আলাদা ভাবে রাখা হয়েছে পার্থকেও। তাঁদের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন