নিয়োগ দুর্নীতি মামলায় এবার মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের দেহরক্ষীর পরিবারের ১০ চাকরি প্রাপককে মামলায় অন্তর্ভুক্ত করার নির্দেশ দিল আদালত। এর পাশাপাশি বিধায়ক তাপস সাহার বিরুদ্ধে প্রাথমিকে নিয়োগের জন্য চার-পাঁচ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ তুলেছিলেন ১৩ চাকরিপ্রার্থী। সেই মামলায় ওই ১৩জনকে পার্টি করার নির্দেশও দেওয়া হয়েছে।
হাই কোর্টে এই সংক্রান্ত একাধিক মামলা চলছে। ইতিমধ্যেই SSC নিয়োগ দুর্নীতির অভিযোগ পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি।
বিচারপতির বক্তব্য, "বিশ্বম্ভর মণ্ডল পার্থ চট্টোপাধ্যায়ের দেহরক্ষী ছিলেন। এই নিয়োগের সঙ্গে তিনি যুক্ত ছিলেন বলে অভিযোগ করা হচ্ছে। দেহরক্ষীর পরিবারের ১০ সদস্য চাকরি পেয়েছেন বলেও অভিযোগ।" বিষয়টি তাই খতিয়ে দেখতেই ওই ১০জনকে মামলায় অন্তর্ভুক্ত করতে বলা হয়েছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন