শিক্ষক নিয়োগ ঘিরে বিতর্ক কিছুতেই কমছে না। এই দুর্নীতিতে আরও অস্বস্তিতে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এবার অভিযোগ উঠল যে প্রাথমিকে তাঁর ঘনিষ্ঠ বলে পরিচিত ১০ জনকে অনৈতিকভাবে চাকরি দেওয়া হয়েছে। শুক্রবার প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতির শুনানি ছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে।
মামলাকারী রমেশ মালির তরফে আইনজীবী সুদীপ্ত দাসগুপ্ত জানান, পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অন্তত ১০ জনকে বেআইনি ভাবে নিয়োগ করা হয়েছে। তাঁদের কাছে তথ্য প্রমাণ রয়েছে তার। এই ব্যাপারে সব পক্ষকে কপি দিয়ে ওয়াকিবহাল করানোর নির্দেশ দিয়েছেন বিচারপতির। এই মামলার শুনানি আগামী সোমবার। অন্যদিকে এদিনের শুনানিতে ২০১৪ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত কমিটির দুই সদস্যকে আগামীকাল, শনিবার সিবিআই (CBI) দফতরে হাজিরার নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ওই দুই সদস্যের নাম দেবজ্যোতি ঘোষ ও পঞ্চানন রায়। তাঁদের আগামীকাল বেলা ১১ ও ১২ টায় সিবিআই দফতরে হাজিরা দিতে নির্দেশ দিয়েছে আদালত।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন