উচ্চশিক্ষার অন্যতম সেরা ঠিকানা প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপকের বিরুদ্ধে উঠল গুরুতর অভিযোগ। অভিযোগ তিনি নাকি ওই বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে কু-প্রস্তাব দিয়েছিলেন। সেই ঘটনার জেরেই ছাত্র সংগঠনের তরফে বিশ্ববিদ্যালয়ের ডিন অব স্টুডেন্টের কাছে স্মারকলিপি জমা দিয়ে অভিযুক্ত অধ্যাপককে অপসারণ করার দাবি জানানো হয়েছিল। সেই দাবি মেনে নিয়েই শুক্রবার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের তরফে অভিযুক্ত অধ্যাপককে সাময়িকভাবে বিভাগীয় প্রধানের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে।
জানা গিয়েছে, কিছুদিন আগে প্রেসিডেন্সির ইংরাজি বিভাগের স্নাতক স্তরের দ্বিতীয় বর্ষের এক ছাত্রী অভিযোগ তোলে বিশ্ববিদ্যালয়ের ইংরাজি বিভাগের বিভাগীয় প্রধানের বিরুদ্ধে। তার অভিযোগ ছিল, ওই অধ্যাপক তাকে শ্লীলতাহানি করেছেন। এমনকি এই ঘটনা কাউকে না জানানোর জন্যও ওই ছাত্রীকে হুমকি দেন। কিন্তু তারপরেও যৌন হেনস্থার ঘটনা বন্ধ না হওয়ায় ওই ছাত্রী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের কয়েকজন নেতাকে বিষয়টি জানায়। তার পরে পরেই ওই অধ্যাপকের বিরুদ্ধে ছাত্র সংগঠনের তরফে ডিন অব স্টুডেন্টের কাছে স্মারকলিপি জমা দেওয়া হয় ও অধ্যাপককে অপসারণ করার দাবি জানান হয়। এদিনের সিদ্ধান্তে কার্যত মনে করা হচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্র সংগঠনের ওই দাবি মেনে নিয়েছে। সেই সঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে এটাও জানান হয়েছে, যতদিন না তদন্ত শেষ হচ্ছে ততদিন ওই অধ্যাপক উত্তরপত্রের মূল্যায়ন সংক্রান্ত দায়িত্বে থাকবেন না।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন